বিশেষ সম্মাননা পেলেন মুশফিক, শততম টেস্টে আরও যা হলো

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৯ নভেম্বর ২০২৫

মুশফিকুর রহিমের ক্যারিয়ারের বিশেষ এক দিন আজ (১৯ নভেম্বর)। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তার এই বিশেষ ক্ষণকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিককে সম্মাননা জানাতে গ্যালারিতেও তার ছবি সম্বলিত ব্যানার নিয়ে এসেছেন সমর্থকরা। অনেকে এসেছেন তার মতো জার্সি গায়ে দিয়ে। মিরপুর শেরে বাংলায় ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠে ঢুকেন মুশফিক। সতীর্থরা তাকে নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়।

মুশফিকের এই বিশেষ মুহূর্তে তার সঙ্গে আছেন পরিবারের সদস্যরাও। শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন হাবিবুল বাশার। ২০০৫ সালে অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার এই অধিনায়ক।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খানও দিয়েছেন বিশেষ একটি ব্যাগি ক্যাপ উপহার। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

মুশফিককে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও তাঁকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার এই অধিনায়ক।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন বিশেষ উপহার। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল ও হাবিবুল।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।