মোহামেডানে সুযোগ পেয়ে উচ্চসিত শোভা
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলছে প্রিমিয়ার ক্রিকেট লিগ উপলক্ষে নারী ক্রিকেটারদের দলবদল। আজ (রবিবার) সারাদিনই চলবে এ দলবদলের কার্যক্রম।
সেখানেই দেখা হলো মোহামেডানের নতুন উইকেটরক্ষক-ব্যাটসম্যান শোভা খানমের সঙ্গে।
বাংলাদেশ অনসার থেকে এবারই নাম লিখিয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হলেও আগ্রহটা উইকেটকিপিংয়েই বেশি। এ নিয়ে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি এর আগেও সেকেন্ড উইকেটকিপার হিসেবে খেলেছি। তবে এবার মূল কিপার হিসেবে দলে আছি। উইকেট কিপিংয়েই মনযোগী হতে চাই বেশি।’
কিছুটা সঙ্কোচ এবং ভয় দেখা গেল গোপালগঞ্জের এই মেয়ের মুখে। তবে ভয়-সঙ্কোচ ঠেলেও বের হয়ে আসছিল আনন্দটা। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাসিত শোভা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘মোহামেডানে খেলার সুযোগ পাওয়া বড় বিষয়। ভাল কিছুই দিতে চাই দলকে।’
অাইএইচএস/পিআর