ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের আগে জেনে নিন পরিসংখ্যান
এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে দুই দল। উদ্বোধনী ম্যাচে হেসেখেলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে ক্যারিবীয় গতির কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান।
সোমবার মেরুর দুই প্রান্তে থেকে একে অপরের মুখোমুখি হবে এ দুই দল। ট্রেন্টব্রিজে ইংল্যান্ড ও পাকিস্তানের লড়াইটি ধরা হচ্ছে রানবন্যার ম্যাচ হিসেবে। কারণ ট্রেন্টব্রিজেই হয়েছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দুই ইনিংসের রেকর্ড।
আজকের ম্যাচেও তাই হবে এমন কিছু- এমনটাই প্রত্যাশা পুরো ক্রিকেট বিশ্বের। সে ম্যাচ মাঠে গড়ানোর আগে দেখে নেয়া যাক গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগুলো:
-> বিশ্বকাপ শুরুর আগে দ্বিপাক্ষিক সিরিজে চার ম্যাচ খেলেছিল পাকিস্তান ও ইংল্যান্ড। সে সিরিজের ৪ ম্যাচেই ৩৪০+ রান করেছিল ইংল্যান্ড। পাকিস্তান ৩৪০ পেরিয়েছিল ৩ ম্যাচে।
-> ওয়ানডে ইতিহাসের দলীয় সর্বোচ্চ সংগ্রহের তালিকায় প্রথম দুইটিই হয়েছে ট্রেন্টব্রিজে। গতবছর অস্ট্রেলিয়ার ৪৮১/৬ এবং ২০১৬ সালে ৪৪৪/৩ রানের রেকর্ড গড়েছিল স্বাগতিক ইংল্যান্ড।
-> এ ম্যাচে নামার আগে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের সঙ্গে। একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয়েছিল তারা। বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ৭৪ রান (১৯৯২ সালে)।
-> প্রায় এক যুগ আগে বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান। কেপটাউনে ২০০৩ সালের সে বিশ্বকাপে জেমস অ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে (৪/২৯) ১১২ রানের সহজ জয় পায় ইংল্যান্ড।
-> ট্রেন্টব্রিজে এটি দুই দলের নবম সাক্ষাৎ হবে। এ মাঠে পাকিস্তানের বিপক্ষে সবশেষ তিন ম্যাচেই জিতেছে স্বাগতিকরা। সবশেষ ১৯৯৬ সালে ট্রেন্টব্রিজে ইংল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান।
-> ঘরের মাঠে সবশেষ ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতেই জিতেছে ইংল্যান্ড। রান তাড়া করতে ৫ সেপ্টেম্বর ২০১৫ সালের পর ঘরের মাঠে হারেনি ইংল্যান্ড। এসময় ১৮টি জয় ও ১টি টাই রয়েছে তাদের।
-> ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান নিজেদের সবশেষ ১১টি ম্যাচেই হেরেছে। যা কিনা দেশটির ইতিহাসে একটানা হারের রেকর্ড।
এসএএস/এমকেএইচ