আকতার গ্রুপের সাথে স্পন্সর পার্টনার যমুনা ব্যাংক-জিভানি-আইপিসি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৮ নভেম্বর ২০১৯

জাগো নিউজের পাঠকরা সবাই জেনে গেছেন, এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে বিপিএল অনুষ্ঠিত হবে, তার স্পন্সর পার্টনার হবে আকতার গ্রুপের ‘আকতার ফার্নিশার্স।’

আকতার গ্রুপ ইতিমধ্যেই বিজ্ঞপ্তির মাধ্যমে এবারের বিপিএলের সাথে সম্পৃক্ততার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে। সে খবর জাগো নিউজে প্রকাশিতও হয়েছে।

তবে ভেতরের খবর, শুধু আকতার গ্রুপ নয়; আরও তিনটি কর্পোরেট হাউজ এবারের বিপিএলের স্পন্সর পার্টনার স্বত্ত্ব পেয়েছে। কর্পোরেট হাউসগুলো হলো-যমুনা ব্যাংক, আইপিসি এবং জিভানি ফুটওয়ার।

বিপিএল গভর্নিং কমিটির সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়ে বলেন, এ ছাড়া আরও একটি কর্পোরেট হাউজকে মনোনীত করা হবে।

এই স্পন্সর পার্টনাররা বোর্ডকে ৬ থেকে সাড়ে ৬ কোটি টাকা দেবে এবং প্লেয়ার্স ড্রাফটে নিজেদের পছন্দমতো ক্রিকেটার দলে ভেড়াতে পারবে।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।