এ যেন পাড়ার ক্রিকেটের বল কুড়ানো (ভিডিও)
বড়সড় এক ছক্কা হলো, গ্যালারিতে আছড়ে পড়লো বল। এরপর সেটি খুঁজতে খুঁজতে জীবন শেষ। পাড়ার ক্রিকেটে এমন ঘটনার সাক্ষী কে না হয়েছেন? কিন্তু আন্তর্জাতিক একটা ম্যাচে কি এমনটা কখনও দেখেছেন কেউ?
অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি অনেকগুলো বিরল, কখনওবা হাস্যকর ঘটনার জন্ম দিল। যার পেছনে বড় হাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের।
ভাইরাসের প্রাদুর্ভাবে ম্যাচটি 'ক্লোজ ডোর' করার সিদ্ধান্ত হয়। যেখানে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু ক্রিকেট মাঠে দর্শক যে শুধু নিজের দলকে উৎসাহই দেন না, আরও কিছু কাজও তারা করেন, সেটি হারে হারে টের পেলেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
গ্যালারিতে কোনো দর্শক ছিল না। ছিল শুধু চেয়ারগুলো। অস্ট্রেলিয়া ইনিংস চলার সময় একবার দেখা গেল, বল ছক্কা হওয়ার পর সেই গ্যালারির চেয়ার থেকে সেটি কুড়িয়ে আনছেন কিউই ফিল্ডার লুকি ফার্গুসন।
নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস চলার সময় তো ঘটলো আরও বিপত্তি। ইনিংসের ২৪তম ওভারের ঘটনা। স্টিভেন স্মিথের বলে জেমস নিশাম বড়সড় এক ছক্কা হাঁকিয়েছিলেন। বল একদম গ্যালারির চেয়ারের মধ্যে গিয়ে পড়ে।
Like a needle in a haystack#AUSvNZ pic.twitter.com/T6A29tKaYj
— cricket.com.au (@cricketcomau) March 13, 2020
সেই বল খুঁজতে খুঁজতে রীতিমত হয়রান অ্যাশটন অ্যাগার। এত এত চেয়ারের মধ্যে অসি ফিল্ডার কিছুতেই বলটি পাচ্ছিলেন না। তার সঙ্গে বল অনুসন্ধানে যোগ দেন রিজার্ভ বেঞ্চের আরেকজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়। শেষে এ চেয়ার ও চেয়ার খুঁজে সিকিউরিটির একজন বের করেন বলটি।
আরও কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে সিডনিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি। ম্যাচে ধারাভাষ্যকার ছাড়াই টস করতে নামেন দুই অধিনায়ক-অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
টস হলো, জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। কিন্তু ব্যাটিং নেবেন না বোলিং, সেই সিদ্ধান্ত কাকে জানাবেন? সামনে চলে এলো স্পাইডারক্যাম, সেটিই নিলো সাক্ষাতকার। ফিঞ্চ জানিয়ে দিলেন, প্রথমে ব্যাটিং করবে তার দল।
এখানেই শেষ নয়। টসের আনুষ্ঠানিকতা শেষেও ঘটলো আরেক বিরল ঘটনা। দুই অধিনায়ক করমর্দন করতে যাবেন, হঠাৎ সরিয়ে নিলেন হাত। মনে পড়ে গেল, এখন তো আগের নিয়ম চলবে না!
ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনও চললো স্পাইডারক্যামের সাহায্যে। ১০০ মিটার দূর থেকে বিজয়ী অধিনায়ক ফিঞ্চের সঙ্গে কথা বললেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়েন।
এমএমআর/এমকেএইচ