ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ সবারই করোনা নেগেটিভ
৪৫ জন ক্রিকেটারের পাশাপাশি ছয়জন স্ট্যান্ডবাই ক্রিকেটার রাখা হয়েছে। মূলত একটি চিন্তা থেকে। কোনো ক্রিকেটার যদি করোনা পজিটিভ হন, ওই স্ট্যান্ডবাই থেকে কেউ তার বদলে ঢুকে যাবেন।
এ কারণে গতকাল শুক্রবার ৫১ ক্রিকেটার, কোচ, ম্যানেজার, সাপোটিং স্টাফ, টিমবয়, সোনারগাঁও হোটেলের স্টাফ, টিম বাসের ড্রাইভার আর মাঠ কর্মী মিলে মোট ১২৬ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে।
আশার কথা, ওই বহরে কোনো ক্রিকেটার, কোচ, ম্যানেজার, সাপোর্টি স্টাফ আর মাঠকর্মীদের কেউই কোভিড-১৯ পজিটিভ নন।
বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ শনিবার দুপুরে জাগো নিউজকে জানিয়েছেন, ‘আশার কথা ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ ও মাঠকর্মীদের কেউ পজিটিভ নন। সবাই নেগেটিভ। তবে হোটেলে সোনারগাঁও প্যান প্যাসিফিকের দুজন স্টাফ পজিটিভ।’
মোটকথা, ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফরা করোনামুক্ত। করোনার কারণে কারো কাল থেকে শুরু হতে যাওয়া বিসিবি প্রেসিডেন্স কাপ খেলা বন্ধ হচ্ছে না।
এআরবি/আইএইচএস/পিআর