নেগেটিভ হলে আজই খেলা দেখতে যেতে পারবেন ডোমিঙ্গো
২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কোন ভিনদেশি না থাকলেও তাতে অংশ নিচ্ছেন দেশের সব নামী তারকাসহ সব শীর্ষ ক্রিকেটারই। জাতীয় দলের ক্রিকেটারদের কার কি অবস্থা? কার ফিটনেস লেভেল কেমন? কার ম্যাচ ফিটনেস কোথায়?
জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের তা পাখির চোখে পরখ করার কথা। আর তাইতো বড় দিনের ছুটি উপেক্ষা করেও ২৪ ঘণ্টা আগে রাজধানীতে এসে পৌঁছেছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
গতকাল বুধবার সকালে রাজধানীতে পা রেখেছেন ডোমিঙ্গো। বলার অপেক্ষা রাখে না, এর আগে প্রেসিডেন্টস কাপ দেখতেও তিনি এসেছিলেন। তখন সঙ্গে ছিলেন পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুকও।
করোনার মধ্যে কোন ভিনদেশির বাংলাদেশে আসা মানেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে তারপর বাইরে বের হতে হবে; কিন্তু জাতীয় দলের হেড কোচ ডোমিঙ্গো, পেস বোলিং কোচ গিবসন আর ফিল্ডিং কোচ রায়ান কুক স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের উচ্চ পর্যায়ের বিশেষ নির্দেশে দেশে ফেরার পর কোভিড-১৯ টেস্ট দিয়ে নেগেটিভ হবার পর পরই জাতীয় দলের সাথে কাজ করতে পেরেছিলেন।
এবার আবার করোনাকালিন সময়ে হেড কোচ সুদুর দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। এখনো কি আগের মত কোভিড-১৯ টেস্ট নেগেটিভ হলেই মুক্ত হতে পারবেন টাইগারদের হেড কোচ?
আজই কি মাঠে দেখা যাবে তাকে? ভিতরের খবর করোনা নেগেটিভ হলে আজ ২৬ নভেম্বরই শেরে বাংলায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরের ম্যাচ দেখতে মাঠে যেতে পারবেন ডোমিঙ্গো।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দিয়েছেন এ তথ্য । আজ বৃহস্পতিবার সকালে জাগো নিউজের সাথে আলাপে দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘গতকাল বুধবার দেশে ফেরার পরই রাসেল ডোমিঙ্গোর কোভিড টেস্ট হয়ে গেছে। আজ দুপুরের ভিতরই রিপোর্ট এসে যাবে। নেগেটিভ হলেই তিনি মাঠে খেলা দেখতে যেতে পারবেন।’
তবে বিসিবি প্রধান চিকিৎসক জানিয়েছেন, যেহেতু রাসেল ডোমিঙ্গো সবে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন, তাই তিনি বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ের বাইরে আছেন। তাই তার পক্ষে হয়ত এখনই মাঠের ভিতরে ক্রিকেটারদের সান্নিধ্যে যাওয়া সম্ভব হবে না। তবে তিনি বিসিবির যে কোন অফিস কক্ষে বা শেরে বাংলার কোন হসপিটালিটি বক্সে বসে খেলা দেখতে পারবেন।
এআরবি/আইএইচএস/পিআর