বাবরের বিকল্প দুই অধিনায়ক ঠিক করে ফেলেছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২

আধুনিক ক্রিকেট তিন ফরমেটে এক অধিনায়ক তত্ত্ব থেকে বের হয়ে আসছে। অনেক দলই আলাদা ফরমেটে আলাদা অধিনায়ক রাখছে। পাকিস্তানও কি সেই পথে হাঁটবে?

দলটির কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি মনে করছেন, বাবর আজম যদি কোনো এক ফরমেটের দায়িত্ব ছেড়ে দেন, তবে বিকল্প অধিনায়ক প্রস্তুত আছে।

দুজন ক্রিকেটারকে পছন্দের তালিকায় রেখেছেন আফ্রিদি। তারা হলেন-উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং লেগস্পিনিং অলরাউন্ডার শাদাব খান।

চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এই দুজনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাই করলেন আফ্রিদি। পিএসএলে রিজওয়ান মুলতান সুলতানস এবং শাদাব ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিচ্ছেন।

এক টিভি অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘একটি ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতের জন্য। যদি বাবর আজম কোনোদিন বলে যে সে শুধু লাল বলে কিংবা সীমিত ওভারে নেতৃত্ব দিতে চায়; তবে আমাদের অপশন হিসেবে শাদাব খান কিংবা মোহাম্মদ রিজওয়ান আছে।’

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার যোগ করেন, ‘শাদাব দুর্দান্ত। যদি রিজওয়ানের কথা বলি, সেও দারুণ একজন অধিনায়ক। সে সবসময় খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে পারে, যা কিনা একজন গ্রেট লিডারের গুণ।’

পিএসএলে পাঁচ ম্যাচের সব কটি জিতে রিজওয়ানের মুলতান সুলতানস পয়েন্ট তালিকার এক নম্বরে অবস্থান করছে। অন্যদিকে পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শাদাবের দল ইসলামাবাদ।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।