ডু প্লেসির সেঞ্চুরি, বিশাল স্কোর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২

এবারের বিপিএলে সেঞ্চুরির সংখ্যা খুবই কম। আজকের আগ পর্যন্ত সেঞ্চুরি হয়েছে কেবল ২টি। লেন্ডল সিমন্সের সর্বোচ্চ ১১৬ রানের পর তামিম ইকবাল করেছিলেন অপরাজিত ১১১ রান। অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন কুমিল্লার দক্ষিণ আফ্রিকান ব্যাপার ফ্যাফ ডু প্লেসি।

আগেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজ নিয়মিত অধিনায়ক ইমরুলকে বিশ্রাম দিয়ে নেতৃত্ব তুলে দেয় দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডু প্লেসির কাঁধে। নেতৃত্ব পেয়েই যেন জ্বলে উঠলেন তিনি। ব্যাট হাতে তুললেন ঝড়। মাত্র ৫৪ বল খেলে ১০১ রান করে আউট হলেন ডু প্লেসি।

টস জিতে ব্যাট করতে নেমে ডু প্লেসির সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে-অফে যেতে হলে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে ১৮৩ রান করতে হবে।

ব্যাট করতে নামার পর পারভেজ হোসেন ইমন ৭ রানে এবং মুমিনুল হক আউট হয়ে যান ৭ রান করে। ৩১ রানে দুই উইকেট পড়ার পর মাহমুদুল হাসান জয় এবং ডু প্লেসি মিলে জুটি গড়েন। ৪৮ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন দু’জন।

২৭ বলে ৩১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। মইন আলি আউট হন মাত্র ৮ রান করে। এর মধ্যেই ঝড় তোলা ডু প্লেসি আউট হন ৫৪ বলে ১০১ রান করে। ১২টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি।

মহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত থেকে যান ২০ রান করে। সুনিল নারিন অপরাজিত থাকেন ১ রানে।

জবাব দিতে নেমে খুলনাকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং মাহেদী হাসান। এ প্রতিবেদন লেখার সময় ৮ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯৫ রানের জুটি গড়ে ফেলেছেন তারা। ৩১ বলে ৬২ রানে আন্দ্রে ফ্লেচার এবং মাহেদী হাসান ১৭ বলে ব্যাট করছেন ২৮ রান নিয়ে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।