নাসির-বিজয়ের সেঞ্চুরিতে উড়ে গেলো আবাহনীকে হারানো রুপগঞ্জ টাইগার্স
প্রিমিয়ার লিগ শুরুর আগে প্রাইম ব্যাংকের ক্রিকেটার নাসির হোসেন বলেছিলেন, জাতীয় দলের কাছাকাছি যেন যাওয়া যায়, সে ধরনের পারফরম্যান্স করতে চান। প্রিমিয়ার লিগ উপলক্ষে যে নিজেকে খুব ভালোভাবে ঝালাই করে নিয়েছেন, সেটা তার পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছে।
প্রথম ম্যাচেও ব্যাট হাতে বেশ সপ্রতিভ ছিলেন নাসির। ৪৬ বলে ৩২ রান করেছিলেন তিনি। বল হাতে ১ ওভার হাত ঘোরালেও কোনো উইকেট পাননি। তবে আজ দ্বিতীয় ম্যাচে এসে সত্যি সত্যি নাসির ফিরে গেলেন যেন তার সেই সোনালি দিনগুলোতে। রীতিমত সেঞ্চুরি করে বসলেন তিনি। খেললেন ১০৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস।
নবাগত রুপগঞ্জ টাইগার্স আগের ম্যাচে চমকে দিয়েছিলো আবাহনীর মত শক্তিশালী ক্লাবকে হারিয়ে। এবার নাসির হোসেনদের সামনে পড়ে তারা যেভাবে বিধ্বস্ত হলো, তাতে নিশ্চিত হয়ে গেলো, প্রথম ম্যাচে আবাহনীকে হারানো ছিল স্রেফ অঘটন।

নাসির হোসেনের সঙ্গে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের আরেক বিসৃত ব্যাটার এনামুল হক বিজয়। ১২৫ বলে ১২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনিও। তাদের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেছে রুপগঞ্জ টাইগার্স। ৮৬ রানের বড় ব্যবধানে রুপগঞ্জ টাইগার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে নাসির হোসেনদের ব্যাট করার আমন্ত্রণ জানান রুপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মার্শাল আইয়ুব। নাসির আর বিজয়ের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
১০৩ বলে খেলা ১০৫ রানের ইনিংসে নাসির বাউন্ডারি হাঁকান ১৩টি এবং ছক্কা হাঁকান ২টি। এনামুল হক বিজয় ১২৫ বলে খেলা ১২৭ রানের ইনিংসে ৮টি বাউন্ডারি এবং ৮টি ছক্কার মার মারেন। প্রাইম ব্যাংকের হয়ে অভিমন্যু এসওয়ারান ২১, নাহিদুল হাসান করেন ২০ রান। রুপগঞ্জ টাইগার্সের হয়ে ফরহাদ রেজা ২টি এবং শফিকুল ইসলাম নেন ২টি উইকেট। এনামুল হক জুনিয়র নেন ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায় রুপগঞ্জ টাইগার্স। ভারতীয় ক্রিকেটার বাবা অপরাজিথ সর্বোচ্চ ৭৯ রান করেন ৯৩ বল খেলে। তবে তিনি রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়েন। উইকেটরক্ষক জাকির হাসান আগের ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করে দলকে জেতান। আজও তিনি খেলেন ৫৯ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস।
কিন্তু দলের বাকিদের ব্যর্থতায় আর জয়ের দ্বারপ্রান্তেও পৌঁছা সম্ভব হয়নি রুপগঞ্জের। ফজলে মাহমুদ রাব্বি করেন ৩২ রান। আরিফুল হক করেন ১৮ রান। প্রাইক ব্যাংকের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান নেন ৪ উইকেট। এছাড়া অধিনায়ক অলক কাপালি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম এবং রুবেল হোসেন।
আইএইচএস/