মারা গেছেন সাকিবের শাশুড়ি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৯ এপ্রিল ২০২২
ফাইল ছবি

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। শুক্রবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বিভিন্ন অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়া সূত্রে এ খবর জানা যাচ্ছে। স্থানীয় বেশ কিছু মিডিয়া সাকিবের পারিবারিক সূত্রে এ খবর পরিবেশন করছে। জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়িতে সাকিবের শাশুড়ির জানাজা ও দাফন সম্পন্ন হবে।

গত ১ এপ্রিল বড় মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিব। আলায়নার স্কুল খুলে যাওয়ার কারণেই মূলত সেখানে যেতে হয়েছে সাকিবের। তবে দেশে নিজের মায়ের সঙ্গেই ছিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

২০২০ সালের ডিসেম্বরে মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।