বদলে গেলো মোস্তাফিজদের ম্যাচের ভেন্যু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৯ এপ্রিল ২০২২

করোনাভাইরাসের হানায় বদলে দিল্লি ক্যাপিট্যালসের ম্যাচের ভেন্যু। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের বদলে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়বেন রিশাভ পান্ত-মোস্তাফিজুর রহমানরা।

দিল্লির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ধারণা করা হচ্ছিল, হয়তো পিছিয়েই যেতে পারে দিল্লি ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচটি।

তবে সেই পথে হাঁটেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, করোনা বিস্তৃতির ঝুঁকি এড়াতে অপ্রয়োজনীয় ভ্রমণ বাদ দিয়ে মুম্বাইয়েই ম্যাচটি খেলানো হবে।

মিচেল মার্শ ছাড়াও দিল্লির সাপোর্ট স্টাফের আরও করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ভেন্যু বদলালেও বুধবারের ম্যাচটির ভাগ্য এখনও চূড়ান্ত নয়। বুধবার সকালে পিসিআর টেস্টের ফলাফলের ওপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।