পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০২২

একদিনেই গ্রুপ-২ এর তিনটি খেলা। দিনের শুরুতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, মাঝে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ খেলে ফেলেছে। দিনের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান।

পার্থের এই ম্যাচে টস করতে নেমে বাবর আজমের বিপক্ষে জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। টস জিতে নিজেরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে এবং ফিল্ডিংয়ে পাঠিয়েছে পাকিস্তানকে।

পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। তেন্দাই চাতারাকে বসিয়ে রেখে তারা একাদশে নিয়েছে ব্র্যাড ইভান্সকে।

একইভাবে পাকিস্তান দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। আসিফ আলিকে বসিয়ে রেখে দলে নেয়া হয়েছে ওয়াসিম জুনিয়রকে।

জিম্বাবুয়ে একাদশ

ওয়েসলি মাধভিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, লুক জংউই, ব্রাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, ইফতিখার আহমেদ, হায়দার আলি, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।