টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠালো সাকিবের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

বিপিএলে সিলেটপর্বের প্রথম দিনে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বরিশালের।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। অর্থাৎ শুভাগতহোমের চট্টগ্রাম প্রথমে ব্যাটিং করবে।

ফরচুন বরিশাল ৭ ম্যাচের ৫টিই জিতে আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে দুই জয় নিয়ে তলানিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বরিশাল একাদশ
এনামুল হক বিজয়, সাইফ হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, চতুরঙ্গ ডি সিলভা, মেহেদি হাসান মিরাজ, সালমান হোসেন, খালেদ আহমেদ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।

চট্টগ্রাম একাদশ
ম্যাক্স ও'দাউদ, উম্মুক্ত চাঁদ, মেহেদি মারুফ, শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, কুর্তিস ক্যাম্ফার, ইরফান শুক্কুর, বিজয়াকান্ত বিয়াসকান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরী, নিহাদুজ্জামান, মেহেদি হাসান রানা।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।