তৃতীয় টেস্টেই হার না মানা ডাবল সেঞ্চুরি চন্দরপলের ছেলের

তার বাবা শিবনারায়ণ চন্দরপলকে সবাই চেনেন এক নামে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটারদের একজন। টেস্টে যার ৫১-এর ওপর গড়, আছে ৩০টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল দীর্ঘ ২১ বছরের।
বাবার পথেই কি হাঁটছেন চন্দরপলের ছেলে? এখনই এত বড় কথা বলে দেওয়া হয়তো বাড়াবাড়ি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টেস্টে নেমেই হার না মানা ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছেন ত্যাগনারায়ণ চন্দরপল।
মাস দুয়েক আগে (গত ৩০ নভেম্বর) টেস্ট অভিষেক হয়েছে ত্যাগনারায়ণের। এর আগে চার ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে, তিনটিতেই চল্লিশোর্ধ্ব রান। সর্বোচ্চ ছিল ৫১।
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে এবার শুধু সেঞ্চুরি নয়, ডাবলও করে ফেললেন ত্যাগনারায়ণ। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে তার উইলো থেকে বেরিয়ে এসেছে ২০৭ রানের ইনিংস। ৪৬৭ বলের ম্যারাথন ইনিংসটি ত্যাগনারায়ণ সাজান ১৬টি চার আর তিনটি ছক্কায়।
আরেক ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটেরও ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল। কিন্তু ১৮২ রানে আউট হয়ে যান ক্যারিবীয় অধিনায়ক। ওপেনিংয়ে ব্রেথওয়েট আর ত্যাগনারায়ণ মিলে গড়েছিলেন ৩৩৬ রানের জুটি।
সবমিলিয়ে ৬ উইকেটে ৪৪৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের তরুণ লেগস্পিনার ব্রেন্ডন মাভুতা ১৪০ রানের বিনিময়ে নিয়েছেন ৫টি উইকেট।
এমএমআর/জিকেএস