এবারের বিপিএলের সেরা বোলিং মুকিদুলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

টি-টোয়েন্টি ফরম্যাটে তার সেরা বোলিং ফিগার ছিল ৩০ রানে ৩ উইকেট। আজ মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শেরে বাংলায় ফরচুন বরিশালের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা বোলিং স্পেলটি উপহার দিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

৩.১ ওভার বল করে ২৩ রানে ৫ উইকেটের পতন ঘটিয়েছেন রংপুরের এ ২২ বছর বয়সী দ্রুত গতির বোলার। শুধু নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য উপহার দেয়াই নয়, এবারের বিপিএলের সেরা বোলিং ফিগারটিও নিজের করেছেন মুগ্ধ।

আজ বৃহস্পতিবার সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে মুগ্ধর এই বোলিং স্পেলটাই এবারের বিপিএলের সেরা বোলিং। এর আগে সেরা স্পেলটি ছিল খুলনা টাইগার্স অফস্পিনার নাহিদুল ইসলামের। ঢাকা ডমিনেরটর্সের বিপক্ষে মাত্র ৬ রানে ৪ উইকেট দখল করেছিলেন নাহিদুল।

২৪ জানুয়ারী ওই স্পেলটিও ছিল শেরে বাংলা স্টেডিয়ামে।

মুকিদুলের ২৩ রানে ৫ উইকেট, শুধু এবারের বিপিএলের কোন বোলারের প্রথম ৫ উইকেটই নয়, বিপিএলের ইতিহাসে বাংলাদেশের কোন পেসারের এ যাবতকালের সেরা বোলিং ফিগার এটা।

বিপিএলে বাংলাদেশের কোন বোলারের সেরা স্পেলটি ছিল শফিউলের (২৬ রানে ৫ উইকেট)। এছাড়া মোস্তাফিজেরও আছে ২৭ রানে ৫ উইকেট।

আর স্পিডস্টার তাসকিনের বিপিএলে সেরা বোলিং হলো ৩১ রানে ৫ উইকেট। সবাইকে ছাপিয়ে এখন মুকিদুল ইসলাম মুগ্ধ সবার ওপরে।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।