রংপুরে খেলতে এলেন নাভিন, চোখ রাজা-মুজিব-শানাকার দিকেও

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

পিএসএলের জন্য পাকিস্তানের নামি ও একজন প্রতিষ্ঠিত তারকা বিপিএলের প্লে-অফ পর্বে খেলতে পারবেন না। এরই মধ্যে চলে গেছেন বেশিরভাগ পাকিস্তানি। আবার চলে গিয়ে ফিরে এসে ম্যাচও খেলেছেন কজন। সেই তালিকায় ফরচুন বরিশালের পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহমেদ, সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিমের মতো পরিচিত মুখও আছেন।

তবে শেষ কথা, তারা প্রায় সবাই ফিরে গেছেন নিজ দেশে। আর আসবেন না। ফলে প্লে-অফ পর্বে থাকা চার দল সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল বিকল্প খেলোয়াড়ের সন্ধানে।

এরই মধ্যে কজন ভিনদেশি ক্রিকেটার ঢাকায় পা রেখেছেন। আজ (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এসেছেন কজন বিদেশি। ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। রংপুর রাইডার্স উড়িয়ে এনেছে আফগান ফাস্টবোলার নাভিন উল হককে।

আজ সকালে ঢাকায় পা রেখেছেন আফগানিস্তানের হয়ে ৭ ওয়ানডে আর ২২টি টি-টোয়েন্টি খেলা ডানহাতি পেসার নাভিন। এর বাইরে রংপুর রাইডার্সের হয়ে খেলার সম্ভাবনা আছে আরও কজন বিদেশি তারকার।

সেই তালিকায় আছে আফগান অফস্পিনার মুজিব উর রহমান, জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা, লঙ্কান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা এবং ইংলিশ ব্যাটার জেমস ভিন্স।

এর মধ্যে রংপুর রাইডার্স খুব করে চাচ্ছে আফগান ‘স্পিন মিস্ট্রি’ মুজিব ও জিম্বাবুয়ান অলরাউন্ডার সিকান্দার রাজাকে। কিন্তু তারা দুজনই আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর খেলছেন। তাদের দল ওই আসর থেকে বিদায় নিলেই কেবল তারা নকআউট পর্বে রংপুরে যোগ দিতে পারবেন। না হয় জেমস ভিন্স ও দাসুন শানাকাকে দলে টানবে রংপুর।

রংপুরের সামনে সুবর্ণ সুযোগ আছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে প্রথম দুই দলের ভেতর থেকে কোয়ালিফায়ার ১’এ খেলার। সে অবস্থান নিশ্চিত করতে হলে আগামীকাল (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জিততে হবে।

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।