ফাইনালে ম্যাচসেরা জনসন চার্লস কত টাকা পুরস্কার পেলেন?

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

ইনিংসের শুরুতে জীবন পেয়েছিলেন। রানও তুলছিলেন ধীরগতিতে। সেই জনসন চার্লসই শেষ পর্যন্ত বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের নায়ক।

কুমিল্লার লক্ষ্য ছিল ১৭৬ রানের। ১৬ ওভার শেষেও ম্যাচ ছিল সমানে সমান। সিলেট স্ট্রাইকার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কে হাসবে শেষ হাসি বোঝা যাচ্ছিল না।

ওই সময় জনসন চার্লসের রান কত ছিল জানেন? ৩৯ বলে ৩৯। টি-টোয়েন্টিতে ১০০ স্ট্রাইকরেট, একদমই মানানসই নয়।

সেই চার্লস তার ইনিংসটা শেষ করলেন দেড়শর ওপর স্ট্রাইকরেটে। ৫২ বলে করলেন অপরাজিত ৭৯, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।

এমন এক ম্যাচ জেতানো ইনিংস খেলার পর ফাইনালের সেরা আর কে হবেন? জনসন চার্লসের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

শুধু স্বীকৃতি নয়, ম্যাচসেরা হিসেবে নগদ ৫ লাখ টাকা পেয়েছেন ক্যারিবীয় এই ডানহাতি ব্যাটার।

এমএমআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।