ধর্ষণে অভিযুক্ত লামিচানের সঙ্গে হাত মেলালো না স্কটিশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

নাবালিকা ধর্ষণের দায়ে অভিযুক্ত নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে মাঠে ফিরেছেন। কিন্তু তার সঙ্গে হাত মেলালো না প্রতিপক্ষ স্কটল্যান্ড দলের ক্রিকেটাররা।

শুক্রবার কির্তিপুরে নেপালের কাছে ওয়ানডেতে ৩ উইকেটে হেরেছে স্কটল্যান্ড। ম্যাচের পর স্কটিশ খেলোয়াড়রা প্রতিপক্ষ দলের লামিচানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান।

নেপাল, নামিবিয়া ও স্কটল্যান্ডকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর অধীনে ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়িয়েছে। স্কটিশদের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে নেপালের হয়ে ১০ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন লেগস্পিনার লামিচানে।

কিন্তু ম্যাচের পর স্কটল্যান্ডের ক্রিকেটাররা নেপালের সবার সঙ্গে হাত মেলালেও লামিচান আসতেই হাত নামিয়ে নেয়। যে ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

লামিচানে বর্তমানে যৌন নিপীড়নের মামলায় জামিনে আছেন। তাকে ম্যাচ খেলার অনুমোদন দেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু প্রতিপক্ষ স্কটল্যান্ড বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা যৌন নিপীড়নের প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত নেয়।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।