কমপক্ষে ২০ ওভার হতে হবে, খেলা শুরুর শেষ সময় কয়টা?

বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে। ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়েছে টাইগাররা। অর্থাৎ ম্যাচ জিতে সিরিজে ফিরতে হলে আয়ারল্যান্ডকে করতে হবে ৩৫০। শক্তিমত্তা বিবেচনায় যা কার্যত অসম্ভবই হবে আইরিশদের জন্য।
তবে আয়ারল্যান্ডকে বাঁচিয়ে দিতে পারে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি পড়েছে বৃষ্টির বাধায়। আইরিশদের ব্যাটিং শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। কিন্তু মুষলধারে বৃষ্টি ঝরায় সময়মতো ব্যাটিংয়ে নামতে পারেনি সফরকারীরা।
আরও পড়ুন>বাংলাদেশ ইনিংসের পর বৃষ্টির হানা, আইরিশদের জন্য আশীর্বাদ!
যদি বৃষ্টি আর বন্ধ না হয়, তবে বড় বাঁচা বেঁচে যাবে আয়ারল্যান্ড। যদি বন্ধ হয়ে যায়? সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পানি নিষ্কাষণ ব্যবস্থা বেশ ভালো। সেক্ষেত্রে দ্রুতই ম্যাচ শুরু করা যাবে।
তবে ম্যাচের ফল বের হতে কমপক্ষে ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পেতে হবে আয়ারল্যান্ডকে। সেখানেও সময় নির্ধারিত আছে।
আরও পড়ুন>সাকিবের রেকর্ড ভেঙে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি মুশফিকের
ন্যুনতম ২০ ওভারের জন্য খেলা শুরুর শেষ সময় রাত ৯টা ৩৩ মিনিট। অর্থাৎ এর মধ্যে খেলা শুরু করা না গেলে পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচটি।
এমএমআর/এমএস