রাজ্জাকের ঘূর্ণিতে কাঁপছে ওয়ার্ল্ড জায়ান্টস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২০ মার্চ ২০২৩

বুড়ো হাড়ের ভেল্কি দেখাচ্ছেন আবদুর রাজ্জাক। বাংলাদেশের সাবেক এই বাঁহাতি স্পিনার কাতারে খেলতে গেছেন লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সে। সেখানে একের পর এক ম্যাচে চমকে দিচ্ছেন প্রতিপক্ষকে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজ্জাককে বোলিং না করিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এশিয়ান লায়ন্সের অধিনায়ক শহিদ আফ্রিদি। তবে এরপর প্রতি ম্যাচেই রাজ্জাককে বোলিং করাচ্ছেন তিনি।

আজ (সোমবার) ওয়ার্ল্ড জায়ান্টসের বিপক্ষে ম্যাচ চলছে এশিয়ান লায়ন্সের। ইনিংসের প্রথম ওভারেই রাজ্জাকের হাতে বল তুলে দেন আফ্রিদি। বাংলাদেশ দলের জাতীয় নির্বাচক ওভার শুরু করেন ৩ রান দিয়ে।

এরপর ইনিংসের তৃতীয় ওভারে এসে তো রীতিমত কাঁপিয়ে দেন ওয়ার্ল্ড জায়ান্টসকে। তিন বলের ব্যবধানে রাজ্জাক সাজঘরে ফেরান মরনে ফন উইক আর শেন ওয়াটসনকে।

দুজনই রানের খাতা খুলতে পারেননি। ফন উইককে বোল্ড করেন রাজ্জাক, ওয়াটসনকে করেন এলবিডব্লিউ। ওই ওভারে মাত্র ১ রান নিতে পারে ওয়ার্ল্ড জায়ান্টস।

এরপর ইনিংসের পঞ্চম ওভার করেন রাজ্জাক। ওই ওভারে তাকে একটি ছক্কা হাঁকান লেন্ডল সিমন্স। তারপরও ৮ রানের বেশি দেননি বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার।

এখন পর্যন্ত ৩ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের রান ৩ উইকেটে ৩৭।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।