বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সিটি ক্লাবকে হারালো শেখ জামাল

দুই টপ অর্ডার সাইফ হাসান (৫৬), সৈকত আলী (৫২) জোড়া হাফ সেঞ্চুরি করেছেন; কিন্তু ওয়ান ডাউন ফজলে রাব্বির ধীর গতির ৩৬ (৬২ বলে) আর অধিনায়ক নুরুল হাসান সোহান (১৮ বলে ৭), ভারতীয় রিক্রুট পারভেজ রসুল (২) এবং মারকুটে জিয়া (১৪ বলে ৯) সময় মত জ্বলে উঠতে ব্যর্থ হওয়ায় সিটি ক্লাবের বিপক্ষে বড় ও লড়াকু স্কোর গড়া হয়নি চ্যাম্পিয়ন শেখ জামালের।
সিটি ক্লাবের উঠতি পেসার রবিউল হকের ধারালো বোলিং শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে কঠিন চাপের মুখে ফেলে দিয়েছিল। পরে বৃষ্টি ভেজা ম্যাচে ডিএল মেথডে ৫ রানের ছোট ব্যবধানের জয়ে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়নরা।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে নামা শেখ জামাল ইনিংস শেষ হয় মাত্র ২২৮ রানে। সিটি ক্লাব ক্যাপ্টেন ও পেসার রবিউল হক ৩৬ রানে ৪ উইকেটের পতন ঘটান। এরপর বৃষ্টি চলে আসলে সিটি ক্লাবের সামনে ৩২ ওভারে টার্গেট দেয়া হয় ১৬৮; কিন্তু তারা ১৬২‘তে গিয়ে আটকে পড়ে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ২২৮/১০, ৪৯.৪ ওভার, (সাইফ হাসান ৫৬, সৈকত আলী ৫২, ফজলে মাহমুদ রাব্বি ৩৬, তাইবুর রহমান ৩৯, রবিউল হক ৪/৩৬, তৌফিক আহমেদ ২/৬১, আসিফ হাসান , নাইমুর রহমান নয়ন , আসিফ আহমেদ রাতুল ও রায়ান রাফসান রহমান প্রত্যেকে একটি করে উইকেট)।
সিটি ক্লাব: ১৬২/৮, ৩২ ওভার (জয়রাজ শেখ ১১, তৌফিক খান তুষার ৪২, আব্দুল্লাহ আল আমিন ১৩, সাইফুল ইসলাম ২০, রাফসান আল মাহমুদ ৩৬, আসিফ আহমেদ রাতুল ২২*; শফিকুল ইসলাম ৩/৩৭, পারভেজ রসুল, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তাইবুর রহমান ১টি করে উইকেট)।
ফল: শেখ জামাল ধানমন্ডি ডিএল ম্যাথডে ৫ রানে জয়ী।
এআরবি/আইএইচএস