তিন পেসারের ইতিহাস
বাংলাদেশ দল এখন আর স্পিননির্ভর নয়। বরং পেসাররাই কাঁপিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে। তবে নিয়মিত তারা ভালো করলেও এর আগে এমন ইতিহাস হয়নি বাংলাদেশের ক্রিকেটে, আজ (বৃহস্পতিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে যা হলো।
সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮.১ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে আইরিশরা। তাদের যে ১০ উইকেটের পতন ঘটেছে, সবকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ আর এবাদত হোসেন মিলেই শেষ করে দিয়েছেন আয়ারল্যান্ডকে। এর মধ্যে হাসান মাহমুদ একা নিয়েছেন ৫ উইকেট, তাসকিনের শিকার ৩টি আর বাকি দুটি উইকেট এবাদতের।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ফরম্যাটেই পেসারদের ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল না। আগে পেস বোলিংয়ে ৯ উইকেট ছিল ৪ বার, সবকটিই টেস্টে।
ওয়ানডেতে আগে সর্বোচ্চ ছিল ৮ উইকেট। ১২ বার এমনটা করলেও এবারই প্রথমবার ইতিহাস গড়ে প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
এমএমআর/জেআইএম