তাসকিনের চোটে টেস্ট দলে রাজা
সাইড স্ট্রেইনের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। তার বদলি হিসেবে মিরপুর টেস্টের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে পেসার রেজাউর রহমান রাজাকে।
রাজা এর আগেও টেস্ট দলের সঙ্গে ছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এবার তাসকিন না থাকায় সুযোগ মিলতেও পারে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়ই চোটে পড়েন তাসকিন। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা যায়নি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে এই পেসারের।
তাসকিনের বদলে টেস্ট স্কোয়াডে ঢুকে পড়া ২৪ বছর বয়সী রাজা ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪২ উইকেট পেয়েছেন।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।
এমএমআর/এমএস