‘আইপিএল নিয়ে আমার মাথাব্যথা নেই, আমার ভাবনায় শুধু বাংলাদেশ’
আইপিএলে এবার পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। জাতীয় দলের কমিটমেন্ট এবং ব্যক্তিগত কারণে বিশ্বসেরা অলরাউন্ডার টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন।
সাকিব না থাকায় সব আলো এখন দুজনের দিকে। কলকাতার হয়ে এবারই প্রথমবারের মতো খেলতে গেছেন লিটন, মোস্তাফিজুর রহমান আছেন দিল্লি ক্যাপিটালসে।
বাংলাদেশের এই দুই ক্রিকেটারের আইপিএলে খেলতে যাওয়া নিয়ে মাশরাফি বিন মর্তুজার ভাবনা কী? বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক সব আগ্রহের উত্তাপে একদম জল ঢেলে দিলেন। তার সাফ কথা, আইপিএল নিয়ে কোনো মাথাব্যথা নেই।
আজ (বৃহস্পতিবার) শেরে বাংলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমার আইপিএল নিয়ে কোনো মাথাব্যথা নেই। লিটন খেলবে কি খেলবে না, এটা আমার ভাবার বিষয় নয়। আমার মাথাব্যথার জায়গায় কেবল বাংলাদেশ।’
এরপরের অংশে মাশরাফির কণ্ঠে কিছুটা ক্ষোভই ঝরলো। বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে সেভাবে মূল্যায়ন করা হয় না, সেটাই বুঝিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘আপনারা দেখেন, তারা (দিল্লি) মোস্তাফিজুরকে চার্টাড ফ্লাইটে করে উড়িয়ে নিয়ে গেলো। অথচ সব ম্যাচ খেলাচ্ছে না।’
এমএমআর/জেআইএম