টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবেন তো কোহলি?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ২৩ মে ২০২৩

জাসপ্রিত বুমরাহর মতো পেসার নেই, নেই রিশাভ পান্তের মতো মারকুটে উইকেটরক্ষক ব্যাটার। এমনিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পূর্ণশক্তির দল পাচ্ছে না ভারত। এর মধ্যে নতুন দুশ্চিন্তা বিরাট কোহলিকে নিয়ে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চলতি আইপিএল সফর এরইমধ্যে শেষ হয়ে গিয়েছে। রোববার রাতে গুজরাট টাইটান্সের কাছে লিগের শেষ ম্যাচে হারতে না হারতেই যাবতীয় স্বপ্ন চুরমার কোহলিদের।

প্লে-অফ নিশ্চিত করতে বেঙ্গালুরুকে এই ম্যাচটা জিততেই হতো। কিন্তু, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তারা ৬ উইকেটে হেরে যায়। পাশাপাশি এই ম্যাচে ফিল্ডিং করতে নেমে হাঁটুতে চোট পান কোহলি। স্বাভাবিকভাবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের কপালে চিন্তার ভাঁজ।

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হবে। তার আগে কোহলির হাঁটুতে চোট। দুশ্চিন্তা তো হবেই!

গুজরাট ইনিংসের ১৫ ওভারে বিজয় শঙ্করের ক্যাচ ধরার সময় কোহলির হাঁটুতে চোট লাগে। মাঠের মধ্যে দ্রুত ফিজিও দৌড়ে আসেন। এরপর কোহলি খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে যান। আর ফিল্ডিং করতে নামেননি।

চোট কতটা গুরুতর? কোহলি কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন। ম্যাচ শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ সঞ্জয় বাঙ্গার অবশ্য জানিয়েছেন, কোহলির চোট খুব একটা গুরুতর নয়। সেটা না হলেই ভারতের জন্য স্বস্তি। কোহলির মত ব্যাটারকে রিপ্লেস করা যে কিছুতেই সম্ভব নয়!

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।