আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর, মাহমুদউল্লাহকে শুভকামনা মুশফিকের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৫ জুলাই ২০২৩

মুশফিকুর রহিম প্রায় তার দেড় বছরের ছোট। তবে আন্তর্জাতিক আঙিনায় মাহমুদউল্লাহ রিয়াদের থেকে সিনিয়র মুশফিক। মুশফিকের অভিষেক ২০০৫ সালে, মাহমুদউল্লাহর ২০০৭-এ।

শুধু সতীর্থ নয়, তাদের দুজনের মধ্যে আবার আত্মীয়তার সম্পর্কও তৈরি হয়েছে। আপন দুই বোনকে বিয়ে করেছেন মাহমুদউল্লাহ আর মুশফিক। অর্থাৎ সম্পর্কে তারা এখন ভায়রা ভাই।

মুশফিক এখনও আন্তর্জাতিক আঙিনায় দলের অপরিহার্য সদস্য। তবে মাহমুদউল্লাহ চলে এসেছেন প্রায় শেষের পথে। ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন। আর ফিরবেন কিনা, অনেকটাই অনিশ্চিত।

২০০৭ সালের ২৫ জুলাই ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক ক্রিকেটে তার পূরণ হয়েছে ১৬ বছর। মাহমুদউল্লাহকে এই অর্জনের জন্য শুভকামনা জানিয়েছেন মুশফিক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই শুভেচ্ছাবার্তায় মুশফিক আশা প্রকাশ করেছেন, রিয়াদের ক্যারিয়ার আরও বড় হবে, আরও অনেক অর্জন যোগ হবে।

মুশফিক লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পার করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনার সকল অর্জনে গর্বিত এবং আমি দোয়া করি সামনে আরও অনেক কিছু আসবে ইনশাআল্লাহ।’

১৬ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ৫০টি টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এখন পর্যন্ত করেছেন প্রায় ১০ হাজার রান (৯৯৮৬)।

বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন মাহমুদউল্লাহ। এছাড়াও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।