যুব এশিয়া কাপ ক্রিকেট

নেপালকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভ সূচনা করেছিলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। আজ প্রতিপক্ষ ছিল নেপাল। এই দলটিকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত।

এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে অনায়াস জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। নেপালি যুব ক্রিকেটারদের ১৪১ রানে বেধে রেখে ২৮.৪ ওভারেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও উইকেট হারাতে হয়েছে ৫টি।

জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিমের ব্যাটেই মূলত জয় এলো বাংলাদেশের। এই দুই ব্যাটারই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। শুরুতে কালাম সিদ্দিকি শূন্য রানে আউট হয়ে গেলেও জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম মিলে ৯০ রানের বিশাল জুটি গড়ে তোলেন।

দলীয় ৯১ রানের মাথায় জাওয়াদ আবরার ব্যক্তিগত ৫৯ রানে আউট হন জাওয়াদ। মোহাম্মদ শিহাব জেমস ব্যাট করতে নেমে কোনো রান না করেই সাজঘরে ফিরে যান।

এরপর আজিজুল হাকিম এবং ফরিদ হাসানের ব্যাটে জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। কিন্তু দলীয় ১৩৪ রানের মাথায় পরপর দুই বলে ২ উইকেট হারায় টাইগাররা। যুবরাজ খাতরির বলে বলে পরপর ২ উইকেট হারায় আজিজুল হাকিমের দল। ৩০ বলে ১৩ রান করে আউট হন ফরিদ হাসান।

আজিজুল হাকিম শেষ পর্যন্ত ৭২ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। দেবাশিষ দেবা অপরাজিত থাকেন ৫ রানে। যুবরাজ খাতরি নেন ৪ উইকেট।

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৪৫.৪ ওভারেই ১৪১ রানে অলআউট হয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাথি। ২৯ রান করে করেন উত্তম মাগার এবং অভিষেক তিওয়ারি।

বাংলাদেশের বোলারদের মধ্যে আলি ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রিজান হোসেন নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন সাদ ইসলাম, রাফি উজ্জামান রাফি এবং আজিজুল হাকিম।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।