রাজশাহীর হয়ে খেলছেন দুই বিদেশি রায়ান বার্ল ও আফতাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের মোহাম্মদ হারিস ছাড়া মাঠে এসেছেন পাঁচ বিদেশি ক্রিকেটার; কিন্তু শেষ পর্যন্ত দুর্বার রাজশাহীর খেলবেন ক’জন বিদেশি? নাকি মাঠে আসাই সার হবে?

এসব কৌতুহলি প্রশ্ন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে। অবশেষে জানা গেল, আজ সোমবার সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের সাথে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন দু’জন ভিনদেশি ক্রিকেটার; জিম্বাবুয়ের রায়ান বার্ল ও আফগানিস্তানের আফতাব আলম।

টসের পরপরই প্রেস বক্সে আসলো ২ দলের প্লেয়ার্স লিস্ট। সেখানে ৯ স্থানীয় ক্রিকেটার- তাসকিন, এনামুল হক বিজয়, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, মোহাম্মদ মৃত্যুঞ্জয়, মেহরুব হোসেন, জিসান আলম ও সানজামুল ইসলামের সাথে আছেন জিম্বাবুইয়ান ব্যাটার কাম লেগস্পিনার রায়ান বার্ল ও আফগান মিডিয়াম পেসার আফতাব আলম।

বলে রাখা ভাল, ১১ ম্যাচে ৫ জয়ে দুর্বার রাজশাহীর পয়েন্ট ১০। আজ সোমবার রাতে সিলেট স্ট্রাইকার্সকে হারাতে পারলে তাসকিনের দলের পয়েন্ট দাঁড়াবে ১২ ম্যাচে ১২। তাতে করে সুপার ফোরে থাকার সম্ভাবনা খুবই উজ্জ্বল হবে তাদের। যদিও শেষের হিসেব-নিকেশ এখনও বাকি। থাকবে। চিটাগাং কিংস, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের বাকি খেলাগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদেরকে।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।