চমক দেখানো প্লিমাউথকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০০ পিএম, ০২ মার্চ ২০২৫

চতুর্থ রাউন্ডেই চতুর্থ সারির দল প্লিমাউথ চমক দেখিয়েছে লিভারপুলকে হারিয়ে। অলরেডদের ১-০ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার সিটির সামনে পড়েছিলো তারা। তবে, এবার আর চমক দেখাতে পারেনি প্লিমাউথ। ম্যানসিটির কাছে হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।

প্লিমাউথকে হারিয়ে ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। সদ্য কৈশোর পার হওয়া নিকো ও’রেইলি করেন জোড়া গোল। বাকি গোলটি করেন অভিজ্ঞ কেভিন ডি ব্রুইন।

অথচ এই ম্যাচেও হারের শঙ্কায় পড়ে গিয়েছিলো পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে প্লিমাউথকে এগিয়ে দেন মাকসিম তালোভিয়েরভ। এই গোলের পরই মাত্র কয়েকদিন আগেই লিভারপুলকে হারানোর স্মৃতি ভেসে ওঠে।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে গোল করে ম্যানসিটিকে সমতায় ফেরান নিকো ও’রিয়েলি। ৭৬তম মিনিটে নিজের জোড়া গোল করেন নিকো। ৯০তম মিনিটে শেষ গোল করেন কেভিন ডি ব্রুইনা।

আগের রাউন্ডেই তৃতীয় সারির দল লেইটন ওরিয়েন্টের বিপক্ষে পিছিয়ে পড়েছিল সিটিজেনরা। সেখান থেকে জিতে উঠে এসেছিলো তারা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।