গুরুতর অসুস্থ ফুটবল কোচ মালা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১২ মে ২০২৫

গুরুতর অসুস্থ ফুটবল কোচ মো. মালা। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাতে ভর্তি হয়েছেন স্কয়ার হাসপাতালে। এর আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন হার্টে রিং বসানো ও পিত্তথলির পাথর অপারেশনের জন্য।

মোহামেডান ও রহমতগঞ্জসহ বেশ কয়েকটি ক্লাবে খেলা মালা পুরোপুরি কোচিং শুরু করেন ১৯৮৮ সালে। তার আগে তিনি মোহামেডানে সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন ৮১ থেকে ৮৪ সাল পর্যন্ত।

পরে সাধারণ বীমা, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ও রহমতগঞ্জসহ আরো কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্যারিয়ারের শেষের দিকে রহমতগঞ্জে এবং সর্বশেষ ২০২৩ সালে বিজিবির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক এই স্ট্রাইকার। দেশের ফুটবলের তৃণমূলের কোচ হিসেবে তার সুনাম ছিল অনেক।

মো. মালার সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।