নিজেদের মাঠে পুলিশের কাছে হারলো বসুন্ধরা কিংস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৬ মে ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার গাণিতিক যে সম্ভাবনা ছিল বসুন্ধরা কিংসের, তা শেষ হয়েছিল বিকেলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের জয়েই। কিংসের সামনে এখন শুধু রানার্সআপ হওয়ার লড়াই।

আজ শুক্রবার ঘরের মাঠে পুলিশ এফসির কাছে হেরে সেই লড়াইয়েও আরেক ধাপ পেছনে পড়লো কিংস। হোমভেন্যু কিংস অ্যারেনায় বাংলাদেশ পুুলিশ এফসির কাছে ১-০ গোলে হেরেছে স্বাগতিকরা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর পুলিশ লিড নেয় ৫০ মিনিটে। দীপক রায়ের দেওয়া গোলটি ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

১৫ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৫। ১৪ ম্যাচে আবাহনীর ২৮। শনিবার আবাহনী জিতলে কিংসের চেয়ে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকবে তারা।

কিংস কাগজ-কলমে শিরোপার লড়াই থেকে ছিটকে গেলেও টিকে আছে আবাহনী। মোহামেডান বাকি ৩ ম্যাচ হারলে এবং আবাহনী বাকি চার ম্যাচ জিতলে খুলে যাবে আবাহনীর ভাগ্য। তবে এটা কেবলই কাগজের হিসাব। বাস্তবতা হলো- আবাহনীর এখন রানার্সআপ হওয়ার লক্ষ্য নিয়ে বাকি ম্যাচগুলো খেলতে হবে।

শুক্রবার অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে পরাজিত করেছে। এই জয়ে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্স উঠলো টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নবাগত ইয়ংমেন্স ক্লাব।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।