রিয়ালকে বিদায় বলে দিলেন মদ্রিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২২ মে ২০২৫

রিয়াল মাদ্রিদে আর বেশিদিন থাকবেন না লুকা মদ্রিচ, তা সব ভক্তই জানেন। তবুও প্রিয় তারকাকে প্রিয় জার্সিতে দেখতে ভালোই লাগে। খেলুক আরও কিছুদিন, আরও কিছু ম্যাচ- সেই প্রত্যাশার বাণীই নানান রসে-ভঙ্গিতে উচ্চারণ করেন তারা।

কিন্তু বয়স তো আবেগ বোঝে না। নিজ গতিতে চলতেই থাকে। চলার পথে নিষ্ঠুর অনেক কিছুই তাকে করতে হয়। আবেগটা ফুটবল নিয়ে বলে ৩৯ বছর বয়সী মদ্রিচকেও নিশ্চিতভাবেই সেই নিষ্ঠুরতা দেখতে হচ্ছে। ছেড়ে যেতে হচ্ছে নিজের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদকে।

আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক আবেগমাখা পোস্ট দিয়েছেন মদ্রিচ। সেখানে তিনি রিয়াল ভক্তদের জানিয়ে দিয়েছেন, বিদায়ের সময় হয়েছে। প্রিয় সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যেতে হবে। হাতে আছে মাত্র এক ম্যাচ।

মদ্রিচ লেখেন, ‘প্রিয় রিয়াল মাদ্রিদ সমর্থকগণ, সময় এসে গেছে। সেই সময়, যেটা আমি কখনোই আসুক চাইনি। কিন্তু এটাই ফুটবল, আর জীবনে সব কিছুরই একটা শুরু এবং শেষ থাকে। শনিবার আমি সান্তিয়াগো বার্নাবেউয়ে আমার শেষ ম্যাচ খেলব। ২০১২ সালে এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি গায়ে দেওয়ার আশা নিয়ে এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। এরপর যা ঘটেছে কল্পনাও করতে পারিনি। একজন ফুটবলার এবং একজন মানুষ হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার জীবন বদলে দিয়েছে।’

‘আমি ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে, আমার সতীর্থদের, কোচদের এবং যারা এই সময়ে আমাকে সহায়তা করেছেন। এই বছরগুলোতে আমি অসাধারণ মুহূর্ত উপভোগ করেছি। আমরা সবকিছু জিতেছি এবং আমি খুবই সুখী ছিলাম। সত্যিই খুব, খুব সুখী।’

সমর্থকদের নিয়ে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার বলেন, ‘আমি সত্যিই জানি না, আপনাদেরর সঙ্গে আমার বিশেষ সম্পর্কটা কীভাবে বোঝাবো।আপনাদের সমর্থন, সম্মান এবং ভালোবাসা অনুভব করেছি এবং এখনো করছি। আমি কখনোই ভুলব না প্রতিটি করতালি, ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি গর্ব, কৃতজ্ঞতা, এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি।’

আগামী শনিবার লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচ (প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ) খেলবে রিয়াল। এরপর ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে তারা। রিয়াল থেকে বিদায় নেওয়ার আগে এই টুর্নামেন্টে খেলার ইচ্ছে রয়েছে মদ্রিচের।

মদ্রিচ বলেন, ‘যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি গায়ে দেব না, তবুও রিয়ালের ভক্ত হিসেবে আমি সবসময় থাকব। আমরা আবার দেখা করব। রিয়াল মাদ্রিদ সবসময় আমার ঘর থাকবে, সারাজীবনের জন্য।’

২০১২ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৫৯০ টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। মাঝ মাঠের খেলোয়াড় হলেও গোল করেছেন ৪৩টি।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।