ফিফা র‌্যাংকিংয়ে পেছালো হামজা-শামিতের বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১০ জুলাই ২০২৫

গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ড্র করে ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছিল বাংলাদেশ। তবে একই টুর্নামেন্টে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে বাংলাদেশকে আবার নিচে নামতে হলো।

আজ (বৃহস্পতিবার) ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশ ১৮৩ থেকে এক ধাপ নেমে অবস্থান করছে ১৮৪ নম্বরে।

ঢাকায় এসে বাংলাদেশকে হারানো সিঙ্গাপুর দুই ধাপ এগিয়ে ১৬১ থেকে এখন ১৫৯ নম্বরে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান নেমেছে ৩ ধাপ, শ্রীলঙ্কা এগিয়েছে চার ধাপ, ভুটান পিছিয়েছে ৪ ধাপ, নেপাল পিছিয়েছে ১ ধাপ, মালদ্বীপ পিছিয়েছে ৭ ধাপ ও ভারত পিছিয়েছে ৬ ধাপ।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

র‌্যাংকিংয়ে যথারীতি ১ থেকে ৫ পর্যন্ত আছে যথাক্রমে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। নেদারল্যান্ডসকে ৭ এ নামিয়ে ৬ নম্বরে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বড় ধরনের উন্নতি (১৪ ধাপ) হয়েছে কোস্টারিকার। ৫৪ থেকে উঠে দেশটি এখন ৪০ নম্বরে রয়েছে।

আরআই/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।