প্রথমবার শিরোপা জেতানো দিয়াবাতেকেই দরকার নেই মোহামেডানের!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১০ জুলাই ২০২৫

নুতন ফুটবল মৌসুমে মোহামেডানের জার্সিতে দেখা যাবে না সোলেমান দিয়াবাতেকে। সাদাকালোদের ১৪ বছর পর ফেডারেশন কাপ ও প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করানোর প্রধান নায়ক মালির এই ফরোয়ার্ড আজ নিজেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

তবে এ মৌসুমে বাংলাদেশের অন্য কোনো ক্লাবে তাকে দেখা যাবে কিনা সেটা পরিস্কার করেননি টানা ৬ বছর মোহামেডানে খেলা এই গোলমেশিন।

মোহামেডান কেন ছাড়ছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘মোহামেডানই আমাকে না করে দিয়েছে। ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেছেন, আমাকে তাদের দরকার নেই।’

তাহলে আপনার পরবর্তী গন্তব্য কোথায়? ‘আমি নিজেও সেটা এখনো জানি না‘- জবাব দিয়াবাতের।

এ ব্যাপারে মোহামেডান ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবের মন্তব্য জানতে চেয়ে তার কাছে জাগোনিউজের পক্ষ থেকে বেশ কয়েকবার ফোন করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

মালির এই ফরোয়ার্ড ২০১৯ সালে মোহামেডানে যোগ দিয়েছিলেন। তারপর থেকে তিনি সাদাকালোদের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। মোহামেডানের জার্সিতে খেলেছেন শতাধিক ম্যাচ। গোল আছে প্রায় ১০০টি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।