মানিকগঞ্জ জেলা ফুটবল

সেমিতে মানিকগঞ্জ সদর, সিঙ্গাইর, শিবালয় ও দৌলতপুর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৯ আগস্ট ২০২৫

সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেলো মানিকগঞ্জ জেলা প্রশাসন ফুটবলে। ৮ দলের এ নকআউট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শেষে মানিকগঞ্জ সদর, সিঙ্গাইর, শিবালয় ও দৌলতপুর উপজেলা শেষ চারে জায়গা করে নিয়েছে।

আজ মঙ্গলবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ৫ হাজার দর্শকের উপস্থিতিতে শেষ কোয়ার্টার ফাইনালে হরিরামপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে সিঙ্গাইর উপজেলা। মাসুদ রানা (৪৫ মিনিটে) ও জাহিদুর রহমান (৪৯) সিঙ্গাইরের হয়ে গোল দুটি করেন।

অন্যদিকে ২-০ গোলে পিছিয়ে পড়া অবস্থায় হরিরামপুরের আসিফ শেষ বাঁশি বাজার মাত্র ২ মিনিট আগে গোল ব্যবধান কমিয়ে আনেন।

এদিকে সিঙ্গাইর উপজেলা শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলেও তার আগে শিবালয়, দৌলতপুর ও মানিকগঞ্জ সদর উপজেলাও সেরা ৪ দলে নাম লিখিয়ে রেখেছে। সেমিফাইনালে মানিকগঞ্জ সদর মুখোমুখি হবে দৌলতপুর উপজেলার বিপক্ষে। অপর সেমিতে লড়বে সিঙ্গাইর ও শিবালয় উপজেলা।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।