আরেক রেকর্ডের সামনে রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭

২০১৭-১৮ মৌসুমটা খুব বেশি ভালো কাটছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে বৃহস্পতিবার আইফেল টাওয়ারে পঞ্চম ব্যালন ডি'অরটা উঠার কথা পর্তুগিজ যুবরাজের হাতেই। তার আগে বুধবার রাতে আরেকটি রেকর্ড নিজের ঝুড়িতে পুড়ে নিতে পারেন রিয়াল তারকা।

লা লিগায় ১০ ম্যাচে এখন পর্যন্ত মাত্র ২টি গোল পেয়েছেন রোনালদো। তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজের মতই এগুচ্ছেন এই ফরোয়ার্ড। ৫ ম্যাচে ইতোমধ্যেই ৮ গোল পেয়ে গেছেন, প্রতি ম্যাচেই গোল পেয়েছেন।

বুধবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করলে নিজেরই একটি রেকর্ড ছুঁয়ে ফেলবেন রোনালদো। ২০১৫-১৬ মৌসুমে গ্রুপপর্বে ১১টি গোল করেছিলেন রিয়াল তারকা। ৬টি মালমো এবং ৫টি গোল করেছিলেন শাখতার দানেস্কের বিপক্ষে।

সিআরসেভেনের আত্মবিশ্বাস বাড়ানোর বড় একটি টনিক হতে পারে এই রেকর্ডটা ছোঁয়ার তাড়না। তাতে রিয়াল মাদ্রিদেরও দুর্দশা কাটবে বৈ কি!

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।