বিরল রেকর্ডের সামনে নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের ৬২ বছরের ইতিহাসে অনেক রেকর্ড হয়েছে। তবে এবার বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের সব গুলো ম্যাচেই গোল পেয়েছেন পিএসজির এই তারকা। নিজেদের শেষ ম্যাচে আজ বায়ার্ন মিউনিকের বিপক্ষে গোল করলেই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়বেন নেইমার।

‘বি’ গ্রুপে আগের ৫ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন নেইমার। গ্রুপপর্বের ৫ ম্যাচে তার মোট গোল ৬। চলতি আসরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে। আজ মঙ্গলবার দিবাগত রাতে (১টা ৪৫ মিনিট) গ্রুপপর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি।

এদিকে একই অবস্থা রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোরও। আগের ৫ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি। ৫ ম্যাচে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন পর্তুগীজ এই তারকা। শেষ ম্যাচে আগামীকাল বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল পেলে রেকর্ডের অংশীদার হবেন রোনালদোও।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।