ফাইনালে মাঠে থাকবেন ১৫ হাজার ক্রোয়েশিয়ার সমর্থক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৫ জুলাই ২০১৮

বিশ্বকাপের ফাইনাল শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের আশপাশে জড়ো হতে শুরু করেছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সমর্থকরা। ফাইনালে এই অত্যাধুনিক মনোমুগ্ধকর স্টেডিয়ামে মদ্রিচ-রাকিতিচদের হয়ে গলা ফাটাতে দেখা যাবে অন্তত ১৫ হাজার ক্রোয়েশিয়ান সমর্থককে।

ক্রোয়েশিয়ার দলের ফ্যান ক্লাবের প্রধান তমিস্লাভ মিলিয়েস তাস নিউজ এজেন্সিকে জানান, ’৪০ হাজার ক্রোয়েশিয়ান সমর্থক ম্যাচের স্টেডিয়ামের টিকিটের জন্য আবেদন জানিয়েছে। কিন্তু আমরা মাত্র ১০-১৫ হাজার মানুষকেই ফাইনালের টিকিট দিতে পারছি। আমাদের প্রধান লক্ষ্যই হলো মানুষকে টিকিটগুলো ভালোভাবে সরবারহ করা।’

ইংল্যান্ডের বিপক্ষে হাজার পাঁচেক ক্রোয়েশিয়ান নাগরিককে স্টেডিয়ামে বসে গলা ফাটাতে দেখা গেছে। এ ম্যাচে যে আরো বেশি সংখ্যক ক্রোয়াট নাগরিক প্রথমবারের মতো ফাইনাল খেলা দলটির হয়ে গলা ফাটাবেন সেটা বলাই বাহুল্য।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।