তৃণমূলের কোচ-সংগঠকদের পুরস্কার দেবে বাফুফে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

তৃণমূলের সংগঠক ও কোচদের অনুপ্রাণিত করতে পুরস্কার প্রবর্তন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘বাফুফে স্পেশাল গ্রাসরুটস অ্যাওয়ার্ড’ নামে এ পুরস্কার দেয়া হবে প্রতি বছর।

দেশের ফুটবল উন্নয়নে তৃণমূল পর্যায়ে যে সকল সংগঠক, প্রশিক্ষক এবং সফলভাবে কার্যক্রম চালানো অ্যাকাডেমিগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাফুফে।

চলমান বছরের (২০২১ সাল) জন্য বাফুফের এই অ্যাওয়ার্ডে যারা অংশ নিতে চান তাদের মানদণ্ড ফরম পূরণ করে বাফুফে বরাবর প্রেরণ করতে বলা হয়েছে।

বাফুফে আশা করছে, এই উদ্যোগের মধ্য দিয়ে তৃণমূলের সংগঠক, কোচ ও অ্যাকাডেমিগুলো আরও বেশি উদ্যমে ফুটবল উন্নয়নে কার্যক্রম চালিয়ে যাবে।

আরআই/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।