এলচেকে হারিয়ে বার্সার ওপর চাপ বাড়ালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক আগেই বহুদুর এগিয়ে গেছে বার্সেলোনা। আগের ম্যাচেই ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান তৈরি করেছিলো জাভি হার্নান্দেজের দল।

তবে বুধবার রাতে এলচের বিপক্ষে মাঠে নেমে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে বার্সার সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছে তারা। যদিও ব্যবধানটা এখনও ৮ পয়েন্টের। ২১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৫৬। আর সমান সংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৮।

ঘরের মাঠেই এলচেকে স্বাগত জানিয়েছিলো রিয়াল মাদ্রিদ। গত শনিবারই সৌদি আরবের আল হিলাল ক্লাবকে হারিয়ে ৫মবারের মত ক্লাব বিশ্বকাপ জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই জয়ের রেশ ধরেই বুধবার রাতে এলচেকে প্রায় ধ্বংস করে দিয়েছে করিম বেনজেমারা।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমাদের ম্যাচে ছিল অসাধারণ নিয়ন্ত্রণ। আমরা শেষ পর্যন্ত নিজেদেরকে দারুণভাবে সমন্বয় করতে পেরেছি। আমরা অনেক সুযোগ পেয়েছি। তাদের কাউন্টার অ্যাটাকের ওপর আমাদের চোখ ছিলো। এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।’

রিয়ালের হয়ে মার্কো আসেনসিও, করিম বেনজেমা এবং লুকা মদ্রিচ গোল করেন। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিনিসিয়ুসকে ছাড়া খেলতে নেমেও গোল করতে সময় নেয়নি রিয়াল। ম্যাচের মাত্র ৮ম মিনিটেই গোল আদায় করে নেয় লজ ব্লাঙ্কোজরা। গোলদাতা ছিলেন মার্কো আসেনসিও।

তার আগেই, ম্যাচের ৪র্থ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলো রিয়াল। তবে এডার মিলিতাও দারুণ একটি সুযোগ মিস করেন। এর চার মিনিট পরই গোল করবেন আসেনসিও। ৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবদান দ্বিগুণ করেন করিম বেনজেমা।

ফরাসী এই তারকার আরও একটি পেনাল্টি থেকে ব্যবধান তিনগুণ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮ম মিনিটে ৪র্থ গোলটি করেন রিয়ালের মিডফিল্ডার লুকা মদ্রিচ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।