হ্যারি কেইনের রেকর্ড

৬২ বছরের অপেক্ষার অবসান ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৪ মার্চ ২০২৩

ইতালি মানেই যেন ছিল ইংল্যান্ডের দুঃস্বপ্ন। এই দলের বিপক্ষে গত ১১ বছরে জিততে পারেনি থ্রি লায়ন্সরা। আর ইতালির মাটিতে জয়? সেটা সেই ৬২ বছর আগে। অবশেষে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচলো ইংলিশদের।

নেপলসের ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে জিতেছে শেষ দিকে ১০ জন নিয়ে খেলা ইংল্যান্ড।

ডেকলান রাইসের গোলে শুরুতেই দলটি এগিয়ে যাওয়ার পর ২-০ করেন হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান ইতালির মাতেও রেতেগি। কিন্তু ইংল্যান্ডের জয় ঠেকাতে পারেননি।

ইতালিয়ানদের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ জয় ছিল ২০১২ সালে, প্রীতি ম্যাচে ২-১ গোলে। আর ইতালির মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তারা সবশেষ জিতেছিল সেই ১৯৬১ সালে, প্রীতি ম্যাচে ৩-২ গোলে। অবশেষে এবার শেষ হলো তাদের দীর্ঘ অপেক্ষার প্রহর। ৬২ বছর পর ইতালিকে তাদেরই মাঠে হারালো ইংল্যান্ড।

নেপলসে ইতালির বিপক্ষে অ্যাওয়ে ম্য়াচে ১৩ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। গোল করেন ডেকলান রাইস। প্রথমার্ধের শেষ দিকে ইংল্য়ান্ডকে ২-০তে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের ৫৬ মিনিটে ইতালির এক গোল শোধ করেন মাতেও রেতেগি। ৮০ মিনিটে লুক শ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা।

এদিন দেশের জার্সিতে ৫৪তম গোলে ওয়েন রুনিকে ছাপিয়ে গেছেন হ্যারি কেইন। রুনি ১২০তম ম্যাচে ৫৩ গোলের রেকর্ড গড়েছিলেন। হ্যারি কেইন মাত্র ৮১ ম্যাচেই তাকে ছাপিয়ে গেলেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।