নিউজিল্যান্ডের জালে আর্জেন্টিনার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ এএম, ২৭ মে ২০২৩

আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছিলো স্বাগতিক আর্জেন্টিনা। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে, দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে যায় মেসির উত্তরসূরীরা। শুক্রবার রাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ডের।

প্রশান্ত মহাসাগরীয় দেশটির জালে রীতিমত গোল উৎসব করেছে স্বাগতিক দেশটি। নিউজিল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে দুর্দান্ত জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টাইনরা।

১৪তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে প্রথমে এগিয়ে দেন ইগনাসিও মায়েস্ত্রো পাচ। এর তিন মিনিট পরই (১৪তম মিনিটে) গোল করেন জিনো ইনফ্যান্তিনো। ৩৫ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন লুকা রোমেরো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও দুর্বার আর্জেন্টিনা। ৫০তম মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোল করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬তম মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন অ্যালোজো ভেলিজ।

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি। হয়তো আজ রাতেই নির্ধারণ হয়ে যেতে পারে। সি, ডি, ই- গ্রুপের মধ্যে তৃতীয় হওয়া সেরা দলের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টাইনদের। এমনকি এই পর্বে ব্রাজিলকেও পেয়ে যেতে পারে স্বাগতিকরা। ৩১ মে নকআউট পর্বে মাঠে নামবে স্বাগতিকরা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।