সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেলো ভারত
সাফ চ্যাম্পিয়নশিপে তারা স্বাগতিক। ‘এ’ গ্রুপে থেকে কুয়েতের পর রানারআপ হয়ে সেমিফাইনালে উঠে এসেছে স্বাগতিক ভারত। সেমিতে তারা মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দল লেবাননের।
কিন্তু সেমিফাইনালে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংবাদ পেলো ভারতীয় ফুটবল দল। তাদের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০০ ডলার।
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারত মুখোমুখি হয়েছিলো কুয়েতের। এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিলো তারা। ভারতের উত্তেজিত কোচ ইগর স্টিমাচ এক সময় রেফারির সঙ্গেই তর্কে জড়িয়ে পড়েন। যে কারণে তাকে লাল কার্ড দেখান রেফারি।
শুধু তাই নয়, তিন ম্যাচে দুই ম্যাচে কোচ হয়েও লাল কার্ড দেখেছেন তিনি। যে কারণে স্টিমাচকে পরের দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞার সঙ্গে আর্থিক জরিমানাও করলো সাফের কর্মকর্তারা।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত দাপট দেখালেও সম্পূর্ণ অকারণে ঝামেলা করে লাল কার্ড দেখেন স্টিমাচ। কুয়েত ম্যাচে তিনি যখন লাল কার্ড দেখেন, তখন ভারত এগিয়ে ছিল। এরপরই গোল খেয়ে যায়। দু’টি ক্ষেত্রেই তার আচরণের কোনও দরকার ছিল না বলেই সংশ্লিষ্ট মহলের মত।
ভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফের এক সূত্র জানিয়েছে, স্টিমাচের আচরণ সম্পর্কে একটি রিপোর্ট ‘সাফ’ তাদের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়েছে। কারণ, স্টিমাচ রেফারিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন, যা নিয়মবিরুদ্ধ। তাকে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে লিখিত আকারে কারণ জানাতে বলা হয়েছে। এরপরই শুক্রবার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করে সাফ।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘তাকে (স্টিমাচ) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে ৫০০ ডলার (প্রায় ৪১ হাজার রুপি) জরিমানাও করা হয়েছে।’
আইএইচএস/