উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৪ জুলাই ২০২৩

দুই দেশ দুই গ্রুপে থাকায় সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে দেখা হয়নি বাংলাদেশ ও ভারতের। দুই দেশ সেমিফাইনালে উঠলেও প্রতিপক্ষ ছিল ভিন্ন। বাংলাদেশ খেলেছিল কুয়েতের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ ছিল লেবানন।

সিনিয়র সাফে দেখা না হলেও কিশোরদের সাফের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আগামী ১ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। 'এ' গ্রুপে খেলবে বাংলাদেশ, ভারত ও নেপাল।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বাংলাদেশ ও ভারত এবং সন্ধ্যা ৭ টায় পাকিস্তান ও ভুটান মুখোমুখি হবে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১০ সেপ্টেম্বর ফাইনাল।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।