সৌদিতে গিয়েও ইনজুরিতে নেইমার, অভিষেকে বিলম্ব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২০ আগস্ট ২০২৩

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে পিএসজির কিনে আনার পেছনে সবচেয়ে বড় উদ্দেশ্য ছিলো প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। কিন্তু ৬ মৌসুম কাটানোর পরও সেই কাঙ্খিত সাফল্যটি পিএসজিতে এনে দিতে ব্যর্থ হয়েছেন নেইমার। একবার ফাইনালে তুলতে পারলেও শিরোপা জয় করা সম্ভব হয়নি।

এর সবচেয়ে বড় কারণ ছিল ইনজুরি। প্রতিটি মৌসুমেরই বড় একটা সময় ইনজুরি আক্রান্ত থাকতেন ব্রাজিলিয়ান এই তারকা। যে কারণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে পেতো না পিএসজি।

শেষ পর্যন্ত পিএসজি ছেড়ে নেইমার যোগ দিলেন সৌদি ক্লাব আল আহলিতে। শনিবার রাতে তার রাজকীয় অভিষেক হয়েছে। যদিও খেলার মাঠে এখনও অভিষেক হয়নি তার। সে অপেক্ষায় আপাতত দিন গুনছেন আল আহলি সমর্থকরা। কিন্তু এরই মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য ব্রাজিল যে দল ঘোষণা করেছে, সেখানে রয়েছে নেইমারের নাম।

ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠা নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার পর আল আহলি কর্মকর্তারা চিন্তিত হয়ে পড়েছেন। কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে কিনে আনা ফুটবলার যদি আবারও মারাত্মক কোনো ইনজুরিতে পড়ে যান, তাহলে তাদের স্বপ্ন-স্বাদ সবই শেষ হয়ে যাবে।

যদিও কাতার বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন নেইমার। গত মার্চ মাস থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। আল আহলিতে আসার সময়ও তিনি ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হননি। এ কারণে আল আহলির হয়ে মাঠে কখন নেইমারের অভিষেক হবে, তাও অনেকটা পিছিয়ে গেছে।

জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার আগে নেইমারের অভিষেক করানোর কথা ভেবেছিলো আল আহলি। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে সেই অভিষেকটা স্থগিতই রাখতে হচ্ছে। যদিও এখনও পর্যন্ত আল আহলি তার অভিষেকের বিষয়ে এখনও কোনা তারিখ ঘোষণা করেনি।

আল আহলি কোচ হোর্হে হেসুস বলেন, ‘নেইমার বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার। আশা করছি, আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।’

তিনি আরও বলেন, ‘নেইমারের ছোট একটা ইনজুরি রয়েছে। যে কারণে দলের সঙ্গে তিনি অনুশীলন করতে পারেননি। আগামী কিছুদিনও তিনি অনুশীলন করতে পারবেন না।’

এ অবস্থায় কেন নেইমারকে জাতীয় দলে ডাকা হলো সেটাও বুঝতে পারছেন না আল আহলি কোচ। তিনি বলেন, ‘নেইমার কতদিন মাঠে নামতে পারবেন না, সেটাও বলা মুস্কিল। এ পরিস্থিতিতে কেন তাকে জাতীয় দলে ডাকা হলো, সে বিষয়টাও আমি বুঝতে পারছি না।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।