ভারতের কাছে হেরে সাফ শুরু বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই হেরে গেছে লাল-সবুজের দেশ। আজ (শনিবার) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের কিশোররা ১-০ গোলে হেরেছে ভারতের কাছে। ভারতের গোলটি করেছেন উশাম সিং ২২ মিনিটে।

টুর্নামেন্টে ভারত ও নেপালের সঙ্গে শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাই প্রথম ম্যাচ হারায় সেমিফাইনালে ওঠার লক্ষ্যটা কঠিন হয়ে গেলো বাংলাদেশের জন্য। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই হবে না, অপেক্ষা করতে হবে ভারত-নেপাল ম্যাচ পর্যন্ত।

বাংলাদেশ ৪ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। নিজেদের কাজটি করে রাখতে এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে।

দুই গ্রুপে ভাগ হয়ে ৬ দেশ খেলছে এই টুর্নামেন্টে। অন্য গ্রুপে রয়েছে মালদ্বীপ, পাকিস্তান ও স্বাগতিক ভুটান। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।