কলম্বিয়ার কাছে ব্রাজিলের হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৭ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয়বার হারের স্বাদ নিলো ব্রাজিল। অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত খেলেও ২-১ গোলে স্বাগতিক কলম্বিয়ার কাছে হারতে হয়েছে ব্রাজিলকে।

শুক্রবার (১৭ নভেম্বর) মাঠে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটেই গ্রাব্রিয়েল মার্টিনেলির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ভিনিসিয়ূস জুনিয়রের আসিস্টে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোলটি করেন এই ব্রাজিল ফরোয়ার্ড।

দলকে সমতায় ফেরানোর জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। তবে ব্রাজিলের রক্ষণভাগ ছিল অত্যন্ত সচেতন। যে কারণে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে যায় দুইদল। এবার ব্রাজিলের লক্ষ্য ব্যবধান বাড়ানো। আর কলম্বিয়ার লক্ষ্য সমতায় ফেরা।

অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে ১-১ গোলে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। ক্রিশ্চিয়ান বরজার ক্রসে দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন তিনি। কে জানতো, এরপরই পরিবর্তন হয়ে যাবে পুরো খেলার দৃশ্যপট!

চার মিনিট পর আবারও ব্রাজিলের জালে বল জমা করলো কলম্বিয়া। এবারও দিয়াজের সেই দুর্দান্ত হেড। জেমস রদ্রিগেজের ক্রস থেকে হেড দিয়ে গোলপোস্টের বামকোণ দিয়ে বলটি ব্রাজিলের জালে প্রবেশ করান দিয়াজ। ফলে ২-১ গোলে এগিয়ে যায় কলম্বিয়া।

কয়েক দফা আক্রমণ করলে এরপর আর ম্যাচ নিজেদের দিকে ফেরাতে পারেনি ব্রাজিল। অবশেষে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে।

দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে (কনমেবল) ৫ ম্যাচ খেলে ২টিতে জয় আর ২টি হেরেছে ব্রাজিল। একটিতে ড্র করেছে ফার্নান্দো ডিনিজের শিষ্যরা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। অপরদিকে ব্রাজিলকে তৃতীয় স্থান থেকে সরিয়ে সেই জায়গা দখল করেছে কলম্বিয়া।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।