মেসিকে থামানোই সবচেয়ে বড় লক্ষ্য ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২১ নভেম্বর ২০২৩

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়ার পর থেকেই ধুঁকছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ টানা দুই ম্যাচে হেরেছে তারা। তিন ম্যাচ থেকে অর্জন করতে পেরেছে মাত্র ১ পয়েন্ট। টেবিলেও অবস্থান করছে তারা নিচের দিকে (৫ম স্থানে)।

অন্যদিকে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হারের পর অপরাজেয়, অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলো আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পর এমনভাবে আর্জেন্টিনা খেলছিলো, মনে হচ্ছিলো যেন- তারা ‘আনস্টপেবল’। তবে, গত সপ্তাহেই নিজেদের মাঠে উরুগুয়ের কাছে হেরে যেতে হয়েছিলো লিওনেল মেসিদের। তবুও তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় আগামী ভোর সাড়ে ৬টায়। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এমন এক সময়ে এসে দুই দল মুখোমুখি হচ্ছে, যখন আর্জেন্টিনা রয়েছে ফর্মের তুঙ্গে আর ব্রাজিলের অবস্থা একেবারেই নড়বড়ে। ইনজুরিতে নেই নেইমার, ক্যাসেমিরো, দানিলো, এডার মিলিটাও, এডারসন ময়েস। ভঙ্গুর একটি দল নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ।

যদিও ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইয়ে কখনো হারেনি ব্রাজিল। কিন্তু এবার কী পারবে তারা নিজেদের রক্ষা করতে? এ প্রশ্নের উত্তর খোঁজার আগে ব্রাজিল চিন্তা করছে, কিভাবে মেসিকে থামানো যায়। যদিও কোচ দিনিজের এই প্রত্যাশা শেষ পর্যন্ত কাজ করবে না।

সোমবার সংবাদ সম্মেলনে দিনিজ বলেন, ‘সিউর, এ ধরনের বড় খেলোয়াড়ের বিপক্ষে খেলতে গেলে আপনি অবশ্যই চিন্তিত থাকবেন। তবে, আমরা চাই নিজেদের আসল খেলাটা খেলতে। আমাদের নিজেদের ক্রিয়েটিভ যত সামর্থ্য আছে, সবই প্রয়োগ করার চেষ্টা করবো।’

‘মেসির সঙ্গে বোঝাপড়াটা অবশ্যই অন্য ব্যাপার। অবশ্যই এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। এ ধরনের উঁচুমানের ফুটবলার, যিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলতে পারেন, তার সম্পর্কে চিন্তিত না হওয়াটা বরং অসম্ভব।’

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য সমর্থকদের ওপর আস্থা রাখতে পারে। কারণ, এই ম্যাচ দেখার জন্য মারাকানার ৬৯ হাজার টিকিটের সবই বিক্রি হয়ে গেছে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।