লেবাননের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২১ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬ টায়।

গত ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলা শুরু করেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, সেখানে চারটি পরিবর্তন আনতে হয়েছে লেবাননের বিপক্ষে ম্যাচে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় এ ম্যাচে ক্যাবরেরা পাচ্ছেন না ডিফেন্ডার সাদ উদ্দিন ও ফরোয়ার্ড রাকিব হোসেনকে। সাদ উদ্দিনের জায়গায় একাদশে ফিরেছেন ইসা ফয়সাল এবং রাকিবের জায়গায় একাদশে ফিরেছেন শেখ মোরসালিন।

নিষেধাজ্ঞা থাকায় গত ম্যাচে মাঠের বাইরে ছিলেন মো. সোহেল রানা। তিনি এ ম্যাচে ফিরেছেন। তার জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে মজিবর রহমান জনিকে। আর রক্ষণে মুরাদ হাসানের জায়গায় একাদশে আনা হয়েছে শাকিল হোসেনকে।

বাংলাদেশ প্রথম ম্যাচে অস্ট্রেয়িার কাছে ৭-০ গোলে হেরেছে এবং লেবানন গোলশূন্য ড্র করেছে ফিলিস্তিনের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মো. হৃদয়, সোহেল রানা, সোহেল রানা-২, ফয়সাল আহমেদ ফাহিম ও মোরসালিন।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।